Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ ২ জনের মৃত্যু


২৩ জুন ২০১৯ ১১:১৩

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নাগরিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা মানবপাচারকারী ছিলেন বলে দাবি পুলিশের।

রোববার (২৩ জুন) ভোরে টেকনাফের সাবরাং এর কাটাবুনিয়ার সাকিনের নৌকা’র ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, টেকনাফ নাইটং পাড়ার রশিদ আহম্মদের ছেলে রুবেল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, কিছু রোহিঙ্গাকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে পুলিশের একটি দল কাটাবুনিয়া এলাকায় গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মানবপাচারকারীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় রুবেল ও ফারুককে। দুইপক্ষের গোলাগুলিতে তিন পুলিশ সদস্যও আহত হন। গুলিবিদ্ধ রুবেল ও ফারুককে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। পরে তাদের মৃতদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুইটি দেশি বন্দুক, ১১ রাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

নিহতের মধ্যে রুবেল ৪৫ রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামি বলেও জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/এসএমএন

টপ নিউজ টেকনাফে টেকনাফে বন্দুকযুদ্ধ মাদক পাচারকারী রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর