Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে আসিয়ান সম্মেলন, ঘুরে ফিরে আসছে রোহিঙ্গা ইস্যু


২৩ জুন ২০১৯ ১৩:৫১

দক্ষিণপূর্ব এশিয়ার দশ দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে ৩৪তম আসিয়ান (দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সম্মেলন। সমুদ্রে প্লাস্টিক দূষণ, দক্ষিণ চীন সাগরে সমুদ্রসীমা বিতর্কের পাশাপাশি এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা সংকট।

রোববার (২৩ জুন) সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা জানানো হয়।

সম্মেলনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ানের অন্যতম সদস্য মিয়ানমারের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে রাখাইনে ফিরিয়ে নিতে পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান মিয়ানমারের প্রতি।

টুইট বার্তায় তিনি জানান, রোহিঙ্গাদের উপর আক্রমণকারীদের বিচারের আওতায় আনা এবং নাগরিকত্ব নিশ্চিত করা প্রত্যাবাসন প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে।

ইন্দোনেশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মার্টি নাটালেগাওয়া রয়টার্সকে বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানের মাধ্যমে আসিয়ানকে প্রমাণ করতে হবে যে সংগঠনটির সদিচ্ছা কেবলমাত্র শব্দের মধ্যে আটকে নেই বরং কার্যক্রমেও এর প্রভাব রয়েছে।

মিয়ানমার সেনাদের নির্যাতনের শিকার হয়ে অন্তত ১০ লাখ রোহিঙ্গা পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

এবারের আসিয়ান সম্মেলনের সভাপতি থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা তার বক্তব্যে, দক্ষিণপূর্ব এশিয়ার জনগণের কল্যাণে আসিয়ান সদস্যদের কাজ করে যেতে আহ্বান জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

আসিয়ান সম্মেলন রোহিঙ্গা ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর