Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


২৩ জুন ২০১৯ ১৬:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি জুহুরুল্লকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) ভোরে উপজেলার মেন্দিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মতিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামি জুহুরুল্ললা উপজেলার মেন্দিপুর গ্রামের সাহু মিয়ার ছেলে।

মতিউজ্জামান বলেন, কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় একটি ডাকাতি মামলায় তার ১০ বছরের সাজা হয়েছিল। এ ছাড়া ২০১৩ সালে তিনি ভৈরব থানার এসআই শফিককে ছুরিকাঘাতে আহত করেন। তার বিরুদ্ধে ভৈরব থানায় পাঁচটি ডাকাতি মামলা রয়েছে এবং সব মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

বিজ্ঞাপন

জুহুরুল্ললা দীর্ঘদিন থেকে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ গ্রেফতার করেছে পুলিশ। সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে তোলা হয়।

সারাবাংলা/এমএইচ

কিশোরগঞ্জ গ্রেফতার পলাতক আসামি ভৈরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর