‘মানসিক স্বাস্থ্য কর্মপরিকল্পনায় অন্য মন্ত্রণালয়ের সহায়তা দরকার’
২৩ জুন ২০১৯ ২১:৪৭
ঢাকা: দেশে মানসিক স্বাস্থ্য কর্মপরিকল্পনা তৈরিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রধান ভূমিকা পালন করছে। তবে এ ব্যাপারে অন্যান্য মন্ত্রণালয়েরও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম।
রোববার (২৩ জুন) মানসিক স্বাস্থ্য কর্ম পরিকল্পনা বিষয়ক টাস্কটিম-এর প্রথম সভায় তিনি একথা বলেন।
স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি)-এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ।
তিনি সভায় এই নীতিমালার উদ্দেশ্য এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সেবা নিশ্চিত করায় বাংলাদেশের অর্জনগুলি তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসাদুল ইসলাম জানান, বাংলাদেশের মানসিক স্বাস্থ্য কর্মপরিকল্পনা তৈরিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রধান ভূমিকা পালন করলেও অন্যান্য মন্ত্রনালয়ের সহযোগিতা প্রয়োজন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা তৈরিতে এই কমিটি কাজ করবে।’
অনুষ্ঠানের সভাপতি এনডিডি ট্রাস্ট-এর চেয়ারম্যান অধ্যাপক গোলাম রাব্বানী বিভিন্ন আন্তর্জাতিক মানসম্পন্ন কর্মপরিকল্পনার আলোকে এটি তৈরি করা হবে বলে জানান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীসহ স্বাস্থ্য অধিদফতরের এনসিডিসি কার্যক্রমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেএ/এমআই