Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন সামনে রেখে মোদীর বাজেট ঘোষণা, বাড়বে সুদের হার


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৭

আন্তর্জাতিক ডেস্ক

আগামী জাতীয় নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই নতুন বছরের বাজেট ঘোষণা করেছে মোদী সরকার। এর ফলে নতুন বাজেটে বাড়তে পারে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার।

এবারের বাজেটের প্রভাব পড়বে আগামী বছরের জাতীয় নির্বাচনে। এ আশঙ্কা থেকেই ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে দেশটির বৃহত্তর গ্রামীণ এলাকার জণগনের অসন্তোষ মেটাতে কৃষি ও অবকাঠামোতে বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘোষিত নতুন বাজেটে কৃষি খাতে ১৩ ভাগ ও অবকাঠামোতে ২১ ভাগ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বাজেটে পিছিয়ে পড়া গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদিত ফসলের সর্বনিম্ম দাম নির্ধারণের মাধ্যমে দেশটির পিছিয়েপড়া এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের গুরুত্ব দিয়েছেন।

এর ফলে দেশটির অর্থনৈতিক নীতি আরও কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্লুমবার্গের জরিপ অনুযায়ী ২০১৮ সালের শেষ নাগাদ কেন্দ্রীয় ব্যাংকের  সুদের হার ৬ থেকে ৬ দশমিক ৫ পর্যন্ত বাড়তে পারে।

এ বিষয়ে ব্লুমবার্গের অর্থনীতিবিদি অভিষেক গুপ্ত বলেন, অর্থমন্ত্রী অরুণ জেটলি আসন্ন নির্বাচন উপলক্ষ্যে প্রত্যাশিত ঘাটতি বাজেটের চেয়ে বেশি পরিমাণে প্রামীণ উন্নয়নের জন্য ব্যয় ধরেছেন।

এ ছাড়া বাজেট বিষয়ে কংগ্রেস নেতা পালানিয়াপ্পান চিদাম্বর বলন, ‘অর্থমন্ত্রী রাজস্ব ব্যবস্থার সমন্বয় করতে করতে ব্যর্থ হয়েছেন। এর ফলাফল ভয়ানক হতে পারে।’

তবে সরকারের বক্তব্য এ বাজেটের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের অসন্তোষ দূর করা সম্ভব হবে। তা ছাড়া পিছিয়ে পড়া এলাকার জনগণের জন্য বেশ কিছু কর্মসংস্থানও সৃষ্টি হবে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর