এনএসআই পরিচয়ে পুলিশকে হুমকি, প্রতারক আটক
২৪ জুন ২০১৯ ১৭:১১
চট্টগ্রাম ব্যুরো: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য এমন মিথ্যা পরিচয় দিয়ে পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৪ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল মান্নান (২২) নামে ওই যুবককে আটক করা হয়।
মান্নানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর গ্রামে। চমেক হাসাপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সারাবাংলাকে জানান, হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীকে দেখতে এসেছিলেন মান্নান। সেখানে পুলিশ সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মান্নান নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে একজন পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর মান্নানকে আটক করে পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় ধরা পড়ে মান্নান মিথ্য পরিচয় দিয়েছে।
মান্নানকে আটকের পর আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পাঁচলাইশ থানায় পাঠানো হয়েছে, জানিয়েছেন আলাউদ্দিন।
সারাবাংলা/আরডি/এটি