Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তের আগুন


২৪ জুন ২০১৯ ১৯:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউপি সদস্য এমিলি বেগমের (৫৫) বাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বত্তরা। এই ঘটনাকে নির্বাচনি সহিংসতা দাবি করেছেন এমিলি।

সোমবার (২৪ জুন) ভোর রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। এমিলি বেগম উপজেলার মিরুখালী ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য। তার বাড়ি বড়শৌলা গ্রামে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে তাদের দু’টি ঘর।

এমিলি বেগম অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে বিজয়ী স্বতন্ত্রপ্রার্থীকে (আনারস প্রতীক) সমর্থন দেওয়ায় এবং তার নির্বাচনি এজেন্ট হিসেবে কাজ করায় নৌকার সমর্থকরা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

বিজ্ঞাপন

এই প্রসঙ্গে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এটি

অগ্নিকাণ্ড ইউপি সদস্য উপজেলা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর