Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলখানায় বসে নির্বাচন করলে সমস্যা কী, প্রশ্ন এরশাদের   


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরাও আদালতের রায় মেনে জেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করে ৫০টি আসন পেয়েছিলাম। রায়ে যদি খালেদা জিয়ার সাজা হয় তাহলে জেলখানায় বসে নির্বাচন করলে সমস্যা কী?

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

নির্বাচনকালীন সহায়ক সরকার প্রশ্নে জাপা চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আমরা সহায়ক সরকারে বিশ্বাস করি না, সংবিধানে যেভাবে লেখা আছে সেভাবেই জাতীয় সংসদ নির্বাচন হবে।

এ সময় তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ৩শ’ আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ফখরুল ইমাম এমপি, সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, ডা. কে আর ইসলামসহ স্থানীয় নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এমএইচ/টিএম/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর