Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জনের মৃত্যু


২৫ জুন ২০১৯ ১০:২৬

কক্সবাজার: জেলার টেকনাফের মহেশখালীয়া পাড়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩টি দেশে তৈরি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা মানবপাচার মামলার আসামি।

নিহতরা হলো- টেকনাফের সাবরাং নয়াপাড়ার আব্দুর শুক্কুরের ছেলে কোরবান আলী (৩০), পৌরসভার কে কে পাড়ার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) ও একই এলাকার সুলতান আহম্মদের ছেলে আব্দুর রহমান (৩০)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ১৫ জন রোহিঙ্গা পাচারে জড়িত এই ৩ জনকে আটকের উদ্দেশে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

টপ নিউজ বন্দুকযুদ্ধ বন্দুকযুদ্ধে নিহত

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর