বাড্ডায় নারীর গলাকাটা লাশের সন্ধান
২ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩১
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা : রাজধানীর মধ্য বাড্ডায় লিজা নামে এক নারীর গলা কাটা লাশের সন্ধান পেয়েছে পুলিশ। মধ্য বাড্ডার পোস্ট অফিস গলির এক ক্লিনিক ভবন থেকে ওই লাশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বাড্ডা থানা পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ খবর পেয়ে ওই বাসায় যান বলে জানান বাড্ডা থানার এসআই আব্দুল করিম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হায়দার নামে ক্লিনিক ভবনে ওই নারীর লাশ উদ্ধারে গেছে পুলিশ। ঘটনাস্থলে আব্দুল কাদের মোল্লা নামে আরেক এসআই গেছে। তাকে ফোন করলে বিস্তারিত জানতে পারবেন।
এসআই আব্দুল কাদের বলেন, লাশটি প্রায় অর্ধগলিত। প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত জানানো যাবে।
সারাবাংলা/ইউজে/একে