Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাথা কেটে নিয়ে থানায় হাজির


২৫ জুন ২০১৯ ১৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ঘুমিয়ে থাকা ব্যক্তির মাথা কেটে নিয়ে থানায় গেছেন লবু দাস নামে ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তি।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার গৌর মন্দিরের নাট মন্দিরে এই ঘটনা ঘটে। নিহত লিটন ঘোষের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায়। তার বাবার নাম মতি ঘোষ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লিটন ঘোষ পেশায় দিন মজুর। সম্প্রতি তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে লিটন নাট মন্দিরে ঘুমাচ্ছিলেন। সে সময় লবু একটি ধারালো দা দিয়ে কুপিয়ে লিটনের শরীর থেকে মাথা আলাদা করে ফেলেন। এরপর একটি ব্যাগে সেই মাথা নিয়ে থানায় হাজির হন।

বিজ্ঞাপন

বিষয়টি জানার পরে পুলিশ সুপার আনোয়ার হোসেন খান ও অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করছেন। পুলিশ লবু দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে, বলেন সাজেদুর রহমান।

সারাবাংলা/এটি

কুপিয়ে হত্যা নাসিরনগর মানসিক ভারসাম্যহীন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর