ব্যারিস্টার তুরিন আফরোজের ভাইকে আদালতের কারণ দর্শানোর নোটিশ
২৫ জুন ২০১৯ ২৩:১৮
ঢাকা: ব্যারিস্টার তুরিন আফরোজের উত্তরার বাসায় জোর করে ঢোকার চেষ্টা করার অভিযোগে তার ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।
আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তাকে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। গত ১৪ জুন সকাল ৮টার দিকে শাহনেওয়াজ আহমেদ শিশির জোর করে বাসায় ঢোকার চেষ্টা করেন- অভিযোগ করে ব্যারিস্টার তুরিন আফরোজ উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৭৭৯।
এরপর ১৭ জুন যুগ্ম জেলা জজ (পঞ্চম) আদালতে তুরিন আফরোজ আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার অভিযোগে ভায়োলেশন মিস মোকদ্দমা (১৬/২০১৯) দায়ের করেন। এর আগে ২০১৮ সালের ৫ মে যুগ্ম জেলা জজ আদালত শাহনেওয়াজ আহমেদ শিশিরকে উত্তরার বাসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ দিয়েছিলেন।
সোমবার (২৪ জুন) যুগ্ম জেলা জজ আদালত মোকদ্দমা আমলে নিয়ে শাহনেওয়াজ আহমেদ শিশিরকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেন। সেই সঙ্গে আগামী ১৬ জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করে দেন।
আদালতে তুরিন আফরোজের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল করিম।
সারাবাংলা/এজেডকে/এটি