Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৩৮

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্‌হাব মিঞা। শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনকে মনোনীত করেন রাষ্ট্রপতি। এরপরই আপিল বিভাগ থেকে তার পদত্যাগের গুঞ্জন ওঠে।

রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা লেখেন, অনিবার্য ব্যক্তিগত কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদ থেকে তিনি পদত্যাগ করতে চান।

বিচারপতি এস কে সিনহা ছুটিতে থাকার সময় আব্দুল ওয়াহ্‌হাব মিঞা ভারপ্রাপ্ত হিসেবে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। এস কে সিনহার পদত্যাগের পরও তিনি দায়িত্বে বহাল ছিলেন।

শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। নতুন প্রধান বিচারপতি নিয়োগের পর আজ বিচারপতি ওয়াহ্‌হাব মিঞা পদত্যাগের এই সিদ্ধান্ত নেন বলে সুপ্রিমকোর্টের একটি সূত্র সারাবাংলাকে নিশ্চিত করে।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা ১৯৭৪ সালে বিচারিক আদালতে কর্মজীবন শুরু করেন। ১৯৭৬ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সিনিয়র আইনজীবী হিসেবে পেশা শুরু করেন ১৯৮২ সালে। এরপর ১৯৯৯ সালে আপিল বিভাগে প্র্যাকটিস শুরু করেন।

১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব নেন। পরে ২০০১ সালের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

বিজ্ঞাপন

এরপর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

গত ২ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এক মাসের ছুটিতে গেলে ৫ অক্টোবর আব্দুল ওয়াহ্‌হাব মিঞা ভারপ্রাপ্ত বিচারপতি হন।

সারাবাংলা/এজেডকে/এমইউএসে

আরও পড়ুন
পদত্যাগ করছেন বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর