Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের স্বীকৃতি ও নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নিতে হবে: ইয়াংহি লি


২ ফেব্রুয়ারি ২০১৮ ২০:২০

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমার সরকারের দাবি করা সামরিক ও নিরাপত্তামূলক অভিযানকে জাতিগত নিধনের ও অত্যাচার একটি ‘প্রতিষ্ঠিত ধরণ’ বলে উল্লেখ করেছেন মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের দূত ইয়াংহি লি। বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

এ আগে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া বিভিন্ন শরনার্থী শিবির পরিদর্শন করেন।

তবে মিয়ানমার সরকার তাকে সে দেশে প্রবেশ ও কোন ধরণের সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়।

তিনি থাইল্যান্ড ও বাংলাদেশে আশ্রয় নেওয়া শরনার্থী শিবিরগুলো পরিদর্শন করেন। এরপর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইয়াংহি লি বলেন, ‘দীর্ঘ দিন ধরে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও দেশ থেকে উচ্ছেদের অভিযোগ রয়েছে।’

এ ছাড়াও অন্যান্য নৃগোষ্ঠির মানুষের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকেও একই অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।

রোহিঙ্গা নাগরিকেদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটি হতে হবে স্বেচ্ছাপ্রণোদিত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। একজন মিয়ানমারের নাগরিকের পূর্ণ সুযোগ-সুবিধা দিয়ে তাদের ফেরত নিতে হবে।’

এ ছাড়াও রোহিঙ্গা ইস্যুটি দ্রুত সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠির মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আহ্বান জানান তিনি।

তবে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারটি কিছু নীতিমালা মেনে হতে হবে এবং রোহিঙ্গাদের স্বীকৃতি ও মিয়ানমারের নাগরিকত্ব দিতে হবে বলেও জানান তিনি।

ইয়াংহি লি আরও জানান, তিনি আশা করছেন মিয়ানমারে প্রবেশের সুযোগ পাবেন এবং সরকার ও অন্যান্য সংগঠনের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে মানবাধিকার বিষয়ে কাজ করতে পারবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য ইয়াংহি লির এই পদটি জাতিসংঘের একটি সম্মানজনক পদ। এ বিষয়ে তিনি জাতিসংঘের কোন বেতনভুক্ত কর্মচারি নয়।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর