Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্লানেট’ মোবাইল অ্যাপ নিয়ে এলো এনআরবিসি ব্যাংক


২৬ জুন ২০১৯ ১৭:০০

ঢাকা: ব্যাংকিং সেবা সহজ ও গতিশীলতা আনতে ‘প্লানেট’ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।

বুধবার (২৬ জুন) দুপুরে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম অ্যাপটির উদ্বোধন করেন।

এসময় ফজলে ফাহিম বলেন, ‘ব্যাংকিং সার্ভিসে অ্যাপটি অবদান রাখবে। এজন্য প্রডাক্টটিকে বেশি বেশি প্রচার করতে হবে। অ্যাপটিতে যেসব সেবার কথা বলা হয়েছে সেগুলো প্রায় সব নতুন। প্রতিযোগিতামূলকভাবে বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের অবশ্যই নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে হবে। গ্রাহকদের জন্য সেবার মান বাড়াতে হবে। এজন্য এফবিসিসিআই সব সময় পাশে ছিল এবং থাকবে।’

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, ‘এনআরবিসি ব্যাংকের গ্রাহকরা ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, টপ আপ সার্ভিস, ব্যালেন্স অনুসন্ধান, টাচ পয়েন্ট লোকেটর ও কিউআর কোড দিয়ে টাকা তুলতে পারবে। এছাড়া লোন আবেদনও করা যাবে অ্যাপটির মাধ্যমে। আর আনলিমিটেড ফান্ড ট্রান্সফার তো আছেই। ফলে আমাদের সেবাগুলো অন্যকোনো ব্যাংকে নেই। ফলে গ্রাহকরা এই সেবায় আরও বেশি উপকৃত হবে বলে আশা করি।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের সব ধরনের নতুন এবং উদ্ভাবনী পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই অ্যাপটি তারই একটি নিদর্শন। গুগলের প্লে-স্টোর কিংবা অ্যাপলের স্টোর থেকে প্লানেট অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, মো. মুখতার হোসেন ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর