Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় উদ্ধার হলো চট্টগ্রাম থেকে নিখোঁজ স্কুলছাত্র


২৬ জুন ২০১৯ ১৯:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নিখোঁজের ১০ দিন পর এক স্কুলছাত্রকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী সাকিব সাহাবকে ইতোমধ্যে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে কুমিল্লার মনোহরগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। সাকিব চট্টগ্রামের পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। তার বাবার নাম শাহাব উদ্দিন। তিনি সৌদি আরবে ব্যবসা করেন।

গত ১৬ জুন সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সাকিব। রাতেই ওই ঘটনায় সাকিবের মামা আতাউর রহমান বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মীর্জা সায়েম মাহমুদ সারাবাংলাকে জানান, সাকিবকে কুমিল্লার মনোহরগঞ্জে একটি খাবারের হোটেলে পাওয়া গেছে। নগর গোয়েন্দা পুলিশ ও সাকিবের পরিবার তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। আজ (বুধবার) সকালে শাহাব উদ্দিন কুমিল্লায় যান। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অনুরোধে কুমিল্লার স্থানীয় থানা পুলিশ সাকিবকে নিজেদের হেফাজতে নিয়ে তার বাবার কাছে তুলে দিয়েছে।

সাকিবকে অপহরণ করা হয়েছিল না কি সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছিল তা পরে জানানো হবে, বলেন মীর্জা সায়েম মাহমুদ।

সারাবাংলা/আরডি/এটি

নিখোঁজ স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর