নাটোরে স্টোভ বিস্ফোরণে ৩ ছাত্রী দগ্ধ
২৭ জুন ২০১৯ ১২:২৮
নাটোর: কেরোসিনের স্টোভ বিস্ফোরণে নাটোরের এনএস সরকারি কলেজ ছাত্রী নিবাসের তিন ছাত্রী দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতবিার (২৭ জুন) সকালে নাটোর শহররে বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রী নিবাসে ওই তিনছাত্রী রান্না করছিল। সে সময় স্টোভটি বিস্ফোরিত হলে তিন ছাত্রী গুরুতর দগ্ধ হয়।
প্রথমে তাদের নাটোর সদন হাসপাতালে ভর্তি করা হয়। সানজিদা ও শামীমা নামে দুই ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়। ফাতেমাতুজ্জোহরা নামে এক ছাত্রীকে নাটোর সদর হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে।
রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি দুই শিক্ষার্থীর শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ অংশ পুড়ে গেছে।
সারাবাংলা/এমআই