Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শহীদুল্লাহ হল এলাকায় নবজাতকের মৃতদেহ


২৭ জুন ২০১৯ ১৩:১৫ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১৩:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এলাকা থেকে এক ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স একদিন হতে পারে বলে ধারণা  করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭জুন) বেলা ১১ টার দিকে মৃতদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ এহসানুল হক জানান, সকালে খবর পেয়ে  পুলিশ শহীদুল্লাহ হল এলাকায় যান। পরে হলের ভেতরে  শিক্ষক কোয়র্টারের পেছন থেকে ওই নবজাকতের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে,কে বা কারা মৃত অবস্থাতেই নবজাতকটি সেখানে ফেলে যায়। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে তারা। 

বিজ্ঞাপন

সারবাংলা/এসআর/জেডএফ

ঢা‌বি নবজাতক শহীদুল্লাহ হল