ঢাকা: সাংবাদিককে জিজ্ঞাসাবাদের নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালকের অসৌজন্যমূলক চিঠির জন্য তাকে বদলি ও চিঠি প্রত্যাহার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে দুদকের সামনে ক্র্যাব আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সাংবাদিক নেতারা।
মানববন্ধনে ক্র্যাব সভাপতি আবুল খায়ের বলেন, ‘কিভাবে একজন মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিতে হয় দুদক সেটা জানে না। গণমাধ্যম কখনও দুদকের বিরুদ্ধে নয়। দুদক চেয়ারম্যানকে বলব, যে চিঠি দেওয়া হয়েছে তাতে দুদকের সম্মানহানি হয়েছে। আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। ওই কর্মকর্তাকে দ্রুত বদলি করতে হবে। একই সাথে চিঠি প্রত্যাহার করতে হবে। এটা আমাদের দাবি। দ্রুত এটা করা না হলে সামনে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন বলেন, ‘কয়লা ধুলে ময়লা যায় না। দুদক যা করেছে সেটা একটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। দুদক ধোঁয়া তুলসি পাতা নয়। বেসিক ব্যাংকের বিষয়ে সংসদীয় কমিটি কথা বলেছে এরপরও দুদক কি করেছে। এখানে কি হয়েছে সেটা আমরা জানি। মানুষের শেষ আশ্রয়স্থল এখনো গণমাধ্যম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘দুদক ও সাংবাদিকদের যদি মুখোমুখি করতে না চান তাহলে দ্রুত এই চিঠি প্রত্যাহার করতে হবে। যেখানে দুর্নীতি হয়েছে সেই প্রতিবেদন প্রকাশ কি অন্যায়? যেখানে দুদক কর্মকর্তারা ঘুষ খাচ্ছেন, সেটা প্রকাশ কি অন্যায়? প্রজাতন্ত্রের কর্মচারীরা দুর্নীতি দমন করার পরিবর্তে ঘুষ খাচ্ছে। তাই দুদক চেয়ারম্যানকে বলব, আগে নিজের ঘর সামলান। গণমাধ্যমকে ভয় দেখিয়ে কেউ সফল হয়নি। ’
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, ‘দুদক একটি জ্ঞানহীন প্রতিষ্ঠান। যারা চিঠি তৈরি করতে পারে না তাদের দ্বারা কখনও দুর্নীতি দমন হতে পারে না। দুদক পরিচালকের উচিত ছিল সাংবাদিক দীপু সারোয়ারের কাছে গিয়ে সহায়তা চাওয়া। কিন্তু তার পরিবর্তে হুমকি দেওয়া হয়েছে। ’
এদিকে মানববন্ধনের শেষ পর্যায়ে দুদকের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ‘সাংবাদিকের বিরুদ্ধে যে চিঠি ইস্যু করা হয়েছে সেটা এখন মেয়াদ উত্তীর্ণ। চিঠির এখন কোনো কার্যকারিতা নেই। এছাড়া চিঠি পাঠানো পরিচালককে শোকজ করে ৭দিনের মধ্যে সেটার জবাব দিতে বলা হয়েছে। আসুন ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা এক হয়ে কাজ করি।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএফইউজে নেতা শেখ মামুনুর রশীদ, পুলক ঘটক, সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল প্রমুখ।
সারাবাংলা/এসজে/পিটিএম