Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু হলে ‘পেঁপে পাতার জুস’ খান: সাঈদ খোকন


২৭ জুন ২০১৯ ১৭:৫৮ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু জ্বর হলে আতঙ্কের কিছু নেই, এটি আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয়ও নয়। আর যদি কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তাহলে পেঁপে পাতার জুস করে খান।

ডিএসসিসি মেয়র বলেন, ‘কীভাবে ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে। এখনকার পরিস্থিতি কোনোভাবেই আতঙ্কিত হওয়ার মতো কিছু না। ৭ থেকে ১০ দিনের মধ্যে এই ভাইরাস জ্বর সেরে যায়। তিন/চার রকমের ডেঙ্গুর মধ্যে যেটি সিরিয়াস তা আমাদের দেশে নেই, একেবারেই নেই।’

সাঈদ খোকন বলেন, ‘ডেঙ্গু জ্বর বাসায় বসেই ম্যানেজ করা যায়। বাসায় বসে এর চিকিৎসা সম্ভব। পেঁপে পাতা…এই পাতার মধ্যে এক ধরনের এনজাইম রয়েছে যা জুস করে দিনে পাঁচ থেকে ছয়বার খাওয়া যায়। ডেঙ্গু হলে রক্তে যে প্লাটিলেটের সমস্যা থাকে পেঁপে পাতার ‍জুস খেলে তা কমে যায়।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ২৭ জুন) ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ বিষয়ক এক বৈজ্ঞানিক সেমিনার শীর্ষক অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খোকন জানান, আগামী ১ জুলাই থেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিধনের ক্রাশ প্রোগ্রাম করতে যাচ্ছে উত্তর সিটি করপোরেশন।

প্রতি ডেঙ্গু মৌসুমে এই শহরের মানুষকে রক্ষা করা যায় সে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি মন্তব্য করে মেয়র বলেন, ‘এবারও ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ১ জুলাই থেকে শুরু করে পুরো মাসজুড়ে এই কার্যক্রম চলবে। এর মধ্যে ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত মশা নিধন কার্যক্রম চলবে। দক্ষিণ সিটি করপোরেশনকে পাঁচটি অঞ্চলকে ভাগ করে প্রতিটি অঞ্চলে এই ক্রাশ প্রোগ্রাম চলবে। একটানা মশা নিধন কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা হবে।’

কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘এ কার্যক্রম যেন প্রতিটি বাড়িতে নিশ্চিত করা হয়। একইসঙ্গে এসব এলাকাতে মাইকিং করে জনগণকে সচেতন করতে হবে। কোনো বাড়িতে কোথাও যেন স্বচ্ছ পানি জমে না থাকে সে বিষয়ে সচেতন হতে হবে। কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সে বিষয়ে করণীয় কী থাকবে সে বিষয়েও মাইকিং করতে হবে। সেই সঙ্গে জনসচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ কার্যক্রমও চলবে।’

মেয়র জানান, ১৫ জুলাইয়ের পরে যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে কল সেন্টার করে দেওয়া হবে। নাগরিকরা সেখানে কল করে ডেঙ্গু বা চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়ে সহযোগিতা চাইলে তাদের বাড়িতে গিয়ে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হবে।’

যদি ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে স্থানান্তরের দরকার হয় তাহলে তাকে বিনামূলে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করবে সিটি করপোরেশন। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ৪৫০টি ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করবে বলেও জানান মেয়র সাঈদ খোকন।

সারাবাংলা/জেএ/একে

টপ নিউজ ডিএসসিসি ডেঙ্গু পেঁপে পাতার রস মেয়র সাঈদ খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর