Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতার মৃত্যু


২৮ জুন ২০১৯ ১১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রশান্ত কুমার দাশ নামে এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দিনগত রাতে বিবির বাজার সীমান্তে এ ঘটনা ঘটে।  এ সময় ঘটনাস্থল থেকে ৪ হাজার ৩শ ২৫ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।  মৃত প্রশান্তের বাড়ি কুমিল্লায়। সে নগরীর মোগলটুলি এলাকার বাদল চন্দ্র দাশের ছেলে।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রশান্ত কুমার দাশকে বৃহস্পতিবার বিকেলে আটক করা হয়। মাদকের একটি চালানের ব্যাপারে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে বিজিবি বিবির বাজার সীমান্তে অভিযানে যায়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদক বিক্রেতাদের একটি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি চালালে প্রশান্ত আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

সারাবাংলা/ওএম/এনএইচ

কুমিল্লা বন্দুকযুদ্ধ বিজিবি মাদক বিক্রেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর