Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদারনীতিবাদ সেকেলে: পুতিন


২৮ জুন ২০১৯ ১৬:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রুপ অব টোয়েন্টি’র (জি-২০) সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা মিলিত হচ্ছেন জাপানের ওসাকায়। সেখানে হাজির হবেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাজ্যের টেরিজা মেসহ বাঘা-বাঘা সব নেতারা। তারা চলমান বিশ্বের হাল-চাল আর ভালো-মন্দ নিয়ে কথা বলবেন, এটাই স্বাভাবিক।

তবে সম্মেলন শুরুর আগেই পুতিন পশ্চিমাদের উদারনীতিবাদ ধারণাকে খোঁচা দিয়ে বসবেন তা হয়তো কেউ ভাবেনি। সাবেক সোভিয়েত ঘরোনার এই নেতা কোনোরকম রাখঢাক না রেখেই ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, পশ্চিমাদের উদারনীতিবাদ সেকেলে! শুক্রবার (২৮ জুন) এখবর প্রকাশ করেছে বিবিসি।

বিজ্ঞাপন

বিগত প্রায় দুই দশক ধরে রক্ষণশীল রাশিয়ায় ক্ষমতার থাকা পুতিন বলেন, উদারপন্থীরা কোনো সুষ্পষ্ট ধারণা দিতে জানেনা। বেশি মানুষের চাওয়া বা ইচ্ছার সঙ্গে এটা সাংঘর্ষিক বলে জানান তিনি।

এসময় ইউরোপে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলেরও সমালোচনা করেন পুতিন। শরণার্থীরা অন্যায় ও সহিংসতায় জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জানান তিনি।

এছাড়া এলজিবিটি সম্প্রদায় নিয়ে রাশিয়া কোনো সমস্যায় নেই জানিয়ে পুতিন বলেন, কিন্তু সংস্কৃতি, ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধকে অবজ্ঞা করা যাবেনা বলে জানান তিনি।

পুতিন তার সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও প্রশংসা করেন। পুতিন বলেন, ট্রাম্প ভালো করেই ভোটারদের মন গলাতে জানেন।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

আরো