Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে প্রায় এক কেজি সোনাসহ যাত্রী আটক


২৯ জুন ২০১৯ ০২:১৯

স্বর্ণ উদ্ধার (ফাইল ফটো)

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি সোনার বারসহ আব্দুল মতিন নামের একযাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি জানান, আটক যাত্রী আব্দুল মতিন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বন্দরের দোতলা পার্কিং এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরা সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তিনি এলোমেলো তথ্য দেওয়ায় আটক করে আর্মড পুলিশের অফিসে এনে তল্লাশি করা হয়। আব্দুল মতিনের ছাই রঙ এর ফুল প্যান্টের বাম পকেটে থাকা নেভি ব্লু রঙ এর ছোট ব্যাগ থেকে ৮টি সোনার বার পাওয়া যায়। যাত্রীর সঙ্গে দুবাই থেকে ঢাকার বোর্ড পাস পাওয়া যায়। জব্দ করা সোনা ঢাকা কাস্টম হাউসে জমা দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘বিমানবন্দর থানায় মামলা দায়ের করে মতিনকে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার সোনার ওজন ৯২৮ গ্রাম ।’

সারাবাংলা/এসজে/এমএইচ

বিমানবন্দর যাত্রী আটক সোনা উদ্ধার

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর