Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিমের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প


২৯ জুন ২০১৯ ১১:৫৫

জাপানে চলমান জি-২০ সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়া সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে টুইটারে ট্রাম্প জানালেন, উত্তর কোরিয়ার নেতা কিম চাইলে তিনি তার সঙ্গে দেখা করতে পারেন। তাকে ট্রাম্প  ‘হ্যালো’ বলতে চান ও হাত মেলাতে চান। শনিবার (২৯ জুন) বিবিসির খবরে একথা বলা হয়।

ট্রাম্প টুইটারে লেখেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকসহ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার পর আমি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সেদেশে রওনা হব। সেখানে অবস্থানের সময় আমি উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিমের সঙ্গে সীমান্ত এলাকায় হাত মেলাতে ও তাকে হ্যালো বলতে আগ্রহী।

বিজ্ঞাপন

এদিকে উত্তর কোরিয়া ট্রাম্পের আহ্বানকে ‘আগ্রহ-উদ্দীপক’ বলে জানিয়েছে। যদিও তাদের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

এর আগে ২০১৮ সালে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিম ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুদেশই কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার সিদ্ধান্ত নেন। চলতি বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় আবারও ভিয়েতনামে বৈঠকে মিলিত হন এই দুই নেতা। তবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারায় বৈঠক ফলপ্রসূ হয়নি।

সারাবাংলা/ এনএইচ

ট্রাম্প-কিম পরমাণু কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর