Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের সময় বাড়তে পারে’


২৯ জুন ২০১৯ ১৭:৩৬ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৮:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৯ জুন) শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

‌তি‌নি বলেন, ‘৩০ জুন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদনের সময় শেষ হচ্ছে। আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় ৮ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগের ছিল ৩ হাজার। আর নতুন করে জমা পড়েছে ৫ হাজার। আরও আবেদন জমা পড়বে। তাই সময় এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, ‘অনলাইন নিবন্ধনের জন্য যে আবেদন পড়েছে সেখান থেকে যাচাই-বাছাই করে অনুমোদন দেওয়া হবে। আমরা শিগগিরই এ কাজটি শেষ করব। ’

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা মতামত প্রকাশের দুয়ার অবারিত করে দিয়েছি। আগে মানুষ কোনো কিছু জানার জন্য পত্রিকা-টিভির শরণাপন্ন হতো। এখন মানুষ ফেসবুক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারছে। ’

‘দেশে এখন ৯ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছ ‘- দা‌বি ক‌রে ড. হাছান মাহমুদ ব‌লেন, ‘গুজব বিশ্বব্যাপী সমস্যা। আমরা চাই মানুষের অধিকার অবারিত থাকুক। তবে একজনের অধিকার প্রয়োগের ক্ষেত্রে অন্যজনের অধিকারে কোনো হস্তক্ষেপ হচ্ছে কি-না, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।’

তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যখন গুজব ছড়াবে, তখনই ব্যবস্থা নেওয়া হবে। তবে যে গুজব ছড়াচ্ছে, তা ব্যক্তি বা সমাজিক জীবনে কতটুকু হস্তক্ষেপ করছে সে বিষয়টিও বিবেচনায় আনা হবে। এজন্য ডিজিটাল সিকিউরিটি আইন হয়েছে। কেউ যদি গুজব ছড়ায়, এর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। ’

মাদকের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। দলের মধ্যে যদি কোনো নেতা মাদকে জড়িত থাকেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ’

ছাত্র রাজনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতি হলো একটি ব্রত। তবে সাম্প্রতিক কিছু সামাজিক অবক্ষয়ের কারণে ছাত্র রাজনীতিও অবক্ষয় হয়েছে। এজন্য একজন শিক্ষার্থীকে পড়াশোনা করে রাজনীতিতে আসতে হবে। আর রাজনীতি করতে হলে পরিবারের ঊর্ধ্বে এসে রাষ্ট্রকে পরিবার ভাবতে পারলে প্রকৃত রাজনৈতিক নেতা তৈরি হবে। ’

নারী ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, `নারীদের উন্নয়নে দু’টি বিষয় রয়েছে। একটি হলো নারী ক্ষমতায়ন ও অপরটি নারীর অর্থনৈতিক মুক্তি। নারীর ক্ষমতায়নে অনেক অগ্রগতি হয়েছে। তাদের অর্থনৈতিক মুক্তির জন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। যেমন- স্বামী পরিত্যক্তা নারীর ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা ইত্যাদি। পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয়ও গড়ে তোলা হয়েছে।’

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম

অনলাইন নিউজ পোর্টাল তথ্যমন্ত্রী নিবন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর