কুড়িগ্রামে তিস্তার পানি বাড়লেও বাকি নদ-নদীর পানি কমছে
২৯ জুন ২০১৯ ১৮:৩৭
কুড়িগ্রাম: গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুড়িগ্রাম ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছিল তবে গত ২৪ ঘন্টায় শুধু তিস্তা নদী ছাড়া অন্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে।
ভারী বৃষ্টিপাত ও উজানের পানির ঢল কমে যাওয়ায় খুব সামান্য পরিমানে পানি করছে। তবে তিস্তার পানি বাড়ছেই।
উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, গত তিন দিন ব্রহ্মপুত্রের পানি বেড়েছে, কিন্তু শুক্রবার (২৮ জুন) রাত থেকে তা কমতে শুরু করে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ৪ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২৮ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।
সারাবাংলা/এসএমএন