গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন ছাড়া উপায় নেই: মান্না
২৯ জুন ২০১৯ ২০:৫৫
ঢাকা: অবরুদ্ধ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শনিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় রাজনীতি: গণতন্ত্রের মুক্তি কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের কাছে বাংলাদেশ অবরুদ্ধ হয়ে আছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে রাজপথে আন্দোলন করতে হবে। গণঅভ্যুত্থান ছাড়া এ দেশের মুক্তি মিলবে না। তাই যত তাড়াতাড়ি আন্দোলনে নামতে পারব তত তাড়াতাড়ি দেশ মুক্তি পাবে।’
মাহমুদুর রহমান মান্না বলেন, কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সময় প্রয়োজন। কোথাও হয়তো ৩০ বছর, কোনো দেশে আবার ১০ বছরেই গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়ে গেছে। আমাদের দেশে তখনই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে যখন আমরা আন্দোলন করে ফ্যাসিজম দূর করতে পারব। আন্দোলনে নামতে পারলে বড় জোর দুই বছর লাগবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।’
মান্না আরও বলেন, ‘দেশে ওই নেতৃত্ব চাই যে নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। স্বৈরশাসন থেকে দেশ মুক্তি পাবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে। তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। মানুষ এতটা অসহায় যে, তারা জেনে গেছে ভোট দিয়ে কোনো লাভ নেই।’
এসময় মাহমুদুর রহমান মান্না আন্দোলন বিষয়ে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন উপদেশ দিয়ে বলেন, ‘আন্দোলনের বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন নেতারা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছেন। ’ তিনি তাদের কাছে জানতে চান, ‘কত দিন পর আন্দোলন করা সম্ভব?’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহসহ আরও অনেকে।
সারা/টিএস/পিটিএম