বিএনপি নেতা নোমানের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ
৩০ জুন ২০১৯ ১০:২৭
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় দেওয়া হবে আজ।
রোববার (৩০ জুন) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেনের এ রায় ঘোষণা করার কথা রয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল ও ১২ জুন মামলাটির রায়ের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ও পরের ধার্য তারিখে আসামি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে সেই দুইদিন রায় ঘোষণা করা যায়নি। পরে রায়ের জন্য আজকের দিন ঠিক করেন আদালত।
মামলার অভিযোগে থেকে জানা যায়, ১৯৯৭ সালের ৭ আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ওপর অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর নোমানের সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়।
একই বছরের ২৬ অক্টোবর আবদুল্লাহ আল নোমান নোটিশটি গ্রহণ করেন। নোটিশ পাওয়ার পর আইনুযায়ী ৪৫ দিনের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করার কথা থাকলেও তিনি তা করেননি। এমনকি তিনি সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও করেননি।
এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানায় দুদকের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে একটি মামলা করেন।
২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি নোমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
সারাবাংলা/এআই/এসএমএন