রাজশাহীতে আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেফতার
৩০ জুন ২০১৯ ১২:৫৬
রাজশাহী: রাজশাহীর পুঠিয়া থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ জুন) রাতে পুঠিয়ার বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা এদের গ্রেফতার করেন।
রোববার (৩০ জুন) র্যাব-৫ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে বেলপুকুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পাঁচজন হলেন-আনিসুর রহমান ওরফে সাদ্দাম, আফরোজা বেগম, আবু তালহা, রুহুল আমিন ও মামুন অর রশীদ। এসময় তাদের কাছ থেকে ২৪ টি ককটেল, একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১০টি জিহাদি বই ও জিহাদি তথ্য সমৃদ্ধ ৮টি নোটবুক জব্দ করা হয়েছে।
গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরেই এরা পলাতক ছিল।
সারাবাংলা/এসএমএন