Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আইনি সহায়তা দেওয়ার আহ্বান


৩০ জুন ২০১৯ ১৯:৫১

ফাইল ছবি

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সুবিধাবঞ্চিত মানুষকে আইনি সহায়তা দিতে আইনজীবীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রোববার (৩০ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদ’ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আইনজীবীদের মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ের গভীরে ধারণ করে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে ব্যক্তিগত উদ্যোগে অথবা নামমাত্র ফিতে সুবিধাবঞ্চিত মানুষকে আইনি সহায়তা দিতে এগিয়ে আসার আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

আইনজীবীদের সহযোগিতা ছাড়া বিচারকরা একা কিছু করতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আইনজীবী ও বিচারকদের সমন্বিত প্রয়াসে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। আইনজীবীরা হলেন স্যোশাল ইঞ্জিনিয়ার আর বিচারকরা হলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। সমাজের শান্তি প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের অগ্রণী ভূমিকার কথা উপলব্ধি করি।’

তিনি বলেন, ‘আইনজীবীরা বিচার বিভাগের একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ। আজ যিনি আইনজীবী কাল তিনি হতে পারে বিচারক। আইনজীবীরাই আইন ও বিচারককে জনমানুষের কাছে পৌঁছে দিতে পারে।’

সংগঠনের আহ্বায়ক ফিরোজুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য দেন- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি এম ফারুক, বিচারপতি আশরাফুল কামাল, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমও

আইনি সহায়তা প্রধান বিচারপতি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর