Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহীনের পাশে দাঁড়ালেন ইসমাত আরা সাদেক


১ জুলাই ২০১৯ ০০:০৪ | আপডেট: ১ জুলাই ২০১৯ ০০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ছিনতাইকারীদের কোপ ও হাতুড়িপেটায় গুরুতর জখম কিশোর শাহীনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।

রোববার (৩০ জুন) বিকেলে তিনি শাহীনের চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে যান। এ সময় তিনি শাহীনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনকে দিক নির্দেশনা দেন।

ইসমাত আরা সাদেক এ সময় শাহীনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

ইসমাত আরা সাদেক বলেন, ‘শাহীনের ওপর হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। সাতক্ষীরার এসপি এবং কলারোয়া ও পাটকেলঘাটা থানার ওসিকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। শাহীনের সুচিকিৎসা নিশ্চিত করতে পাশে থাকব।’

বিজ্ঞাপন

শাহীন যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলীর ছেলে। বসতভিটে ছাড়া তাদের কোনো জমিজমা নেই। সম্প্রতি একটি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানটি কিনেছিল সে।

শুক্রবার (২৮ জুন) সকালে প্রতিদিনের মতো ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিয়ে রোজগারে বেরিয়েছিল কিশোর শাহীন (১৪)। দুপুরের দিকে কয়েকজন দুর্বৃত্ত শাহীনের ভ্যানটি ভাড়া নেয়। শাহীন তাদের নিয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়ার দিকে যাচ্ছিল। ধানদিয়া গ্রামের মাঠে একটি পাটক্ষেতের পাশে ওই দুর্বৃত্তরা শাহীনের মাথায় আঘাত করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী সেখান থেকে শাহীনকে উদ্ধার করে পাটকেলঘাটা থানায় খবর দেয়। শনিবার রাত ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই শাহীনের অস্ত্রোপচার হয়েছে।

সারাবাংলা/আইই

ইসমত আরা সাদেক কিশোর শাহীন যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর