Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাসের দাম: রাজপথে আন্দোলন গড়ে তুলবে বিএনপি


১ জুলাই ২০১৯ ০১:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না আসলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।

সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর রোববার (৩০ জুন) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই হুমকি দেন।

গত ১০ বছরে ছয়বার গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি  বলেন, ‘গ্যাসের এই মূল্য বৃদ্ধির মাশুল গুণতে হয় সাধারণ মানুষকে। শুধুমাত্র লুটপাটের জন্য ভোক্তা পর্যায়ে বেআইনিভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হল, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।’

তিনি বলেন, ‘গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, “ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো কারণ সৃষ্টি হয়নি। গ্যাসের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণকে বিশাল ভোগান্তির মধ্যে ফেলল। বিএনপি মনে করে, সরকারের রাঘব-বোয়ালদের পকেট আরও ভারী করতেই গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার প্রতিটি ক্ষেত্রে ‘গণবিরোধী সিদ্ধান্ত’ গ্রহণে বেপরোয়া হয়ে উঠেছে।’

সারাবাংলা/এজেড

গ্যাসের দাম বিএনপি

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর