Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে বিএনপি না আসলে নিবন্ধন বাতিল হয়ে যাবে: কাদের


৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

কুমিল্লা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। অন্যথায় নিবন্ধন বাতিল হয়ে যাবে। রাজনৈতিক দল হিসেবে আর নিবন্ধিত থাকবেনা দলটি।

শনিবার সকালে কুমিল্লার শাসনগাছায় রেল ওভারপাস নির্মাণ কাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে মির্জা ফখরুলের এমন অভিযোগে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি দেয়ার তথ্য প্রমাণ দিতে পারলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তবে তারা হাওয়ার উপর কথা বলে,তাদের হাওয়ার কথা আমরা বিশ্বাস করবো না। তিনি আরও বলেন, বিএনপির নেতাদের কাজ নেই, তাদের আছে কেবল কথা, কথায় তো মানুষের পেট ভরবে না।

ওভারপাস পরিদর্শনের সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৬৩১.৫০ মিটার দীর্ঘ ওভারপাসটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। ২০১৩ সালের জুলাই মাসে শুরু হওয়া নির্মাণ কাজ চলতি বছর  মার্চ মাসে শেষ হবে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর