Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ তাজা গুলিসহ বিমানবন্দরে আটক এলডিপি মহাসচিব


১ জুলাই ২০১৯ ১৩:০৪ | আপডেট: ১ জুলাই ২০১৯ ১৪:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে সাত রাউন্ড তাজা গুলি ও ম্যাগাজিনসহ আটক করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আসলাম শাহাজাদা এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহজালালের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) অপারেশন ডিরেক্টর নূরে আলম সিদ্দিকী জানান, সকাল ৭টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে করে বিজি-১৪৩৩ ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন এলডিপি মহাসচিব রেদোয়ান। এর আগেই তিনি বিমানবন্দরে এসে পৌঁছান। তখন তার ল্যাগেজ স্ক্যানিং করার সময় তার ল্যাগেজে ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়।

বিজ্ঞাপন

নূরে আলম সিদ্দিকী আরও জানান, জিজ্ঞাসাবাদে রোদোয়ান আহমেদ কিছুই জানেন না বলে জানিয়েছেন। এসময় আমরা বিমানবন্দর থানায় বিষয়টি অবহিত করি। এরপর সকাল ৯টার দিকে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। নিয়মানুযায়ী বিমানে ফ্লাই করার আগে গুলি ও অস্ত্র বহন করতে হলে আগেই বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। কিন্তু এক্ষেত্রে রেদোয়ান আহমেদ সেটা করেননি। যার কারণে তাকে আটক করা হয়।

সারাবাংলা/জেএ/ইউজে/এসজে/এমও

এলডিপি গুলি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর