Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বাংলাদেশি জেলেকে নিয়ে গেল বিজিপি


৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৬

করেসপন্ডেন্ট

কক্সবাজার: টেকনাফের নাফ নদীতে বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) গুলিবর্ষণ করেছে। এতে আহত হয়েছেন ১ জেলে। এছাড়া বিজিপি চার জেলেকে ধরে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।

আজ (শনিবার) সকাল ৮টার দিকে টেকনাফের কানজরপাড়া নাফ নদীতে জেলেরা মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটায় বিজিপি।

আরিফুল ইসলাম বলেন,  বিজিপির গুলিতে নুরুল ইসলাম নামে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আরও বাংলাদেশী ৪ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি। জেলেরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা। তাদের ফেরত চেয়ে বিপিজির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। চিঠি দেওয়া হয়েছে। আহত জেলে নুরুল ইসলামকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর