‘পাঠ্যপুস্তক তৈরিতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
১ জুলাই ২০১৯ ১৯:৪৩
ঢাকা: বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরিতে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরিতে নানা ধরনের অনিয়ম করে বাঁধা সৃষ্টি করছেন। তাদের কারণে নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এসব বন্ধ করতে হবে, যদি এসব অনিয়ম বন্ধ না হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার (১ জুলাই) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) আয়োজিত একাদশ-দ্বাদশ শ্রেণির এনসিটিবি অনুমোদিত বই প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এছাড়া নিজেদের স্বার্থকে সামনে রেখে যে সব মুদ্রণকারী নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছেন, তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করেন ও পাঠ্যক্রম নির্বাচন করেন তাদের মনে রাখতে হবে, আমাদের সন্তানরা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তৈরি হচ্ছে। এ জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পাঠ্যক্রম নির্বাচন করা যেতে পারে।’
এনসিটিবির কর্মকর্তাদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘এনসিটিবি সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয়, এটি জ্ঞান তৈরির কারখানা। এ প্রতিষ্ঠানে কর্মকর্তাদের পদায়ন ও বদলির ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের প্রধান্য দিতে হবে। স্বজনপ্রীতি করে অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া যাবে না।’
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বর্তমানে বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরির জন্য মুদ্রণ শিল্প সমিতি একটি বড় শিল্প হিসেবে গড়ে উঠেছে। কেউ কেউ সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম বিতর্কিত করতে নানা ধরণের সমস্যা তৈরি করছে। নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য নানা অনিয়ম করছে। জাতীয় স্বার্থের কথা চিন্তা করে এসব বন্ধ করতে হবে। নতুবা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এনসিটিবির অনুমোদিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা সাহিত্যপাঠ, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টুডে এই তিনটি বই উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ছয়জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন দুই মন্ত্রী।
সারাবাংলা/টিএস/এমআই