Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর ভাতা চালুর দাবিতে পৌর কর্মচারীদের কর্মবিরতি


১ জুলাই ২০১৯ ২০:০৮

লক্ষ্মীপুর: রাষ্ট্রীয় কোষাগার থেকে অবসর ভাতা চালুর দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর পৌর কর্মকর্তা ও কর্মচারীরা। সেই সঙ্গে তারা ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের দাফতরিক কাজ বন্ধ থাকবে।

সোমবার (১ জুলাই) সকালে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি একেএম সামছুদ্দিন, পৌর শাখার সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও মোহাম্মদ শাহ জাহান। উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সচিব আলাউদ্দিন, মো. শাহজাহান, আজাদ হোসেন, মাকসুদুর রহমান, জসিম উদ্দিনসহ অনেকে।

তারা বলেন, এক রাষ্ট্রে দুইনীতি মানি না আমরা। পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও অবসর ভাতা দিতে হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে অন্যান্য সুবিধা দিতে হবে।

সারাবাংলা/এটি

অবসর ভাতা অবস্থান কর্মসূচি কর্মবিরতি পৌরসভা


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর