Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলির মুক্তিমঞ্চের সভায় বিএনপির কঠোর সমালোচনা


১ জুলাই ২০১৯ ২১:০৯

চট্টগ্রাম ব্যুরো: ২০ দলীয় জোট নেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদের নেতৃত্বাধীন জাতীয় মুক্তিমঞ্চের সভায় বিএনপির কঠোর সমালোচনা করা হয়েছে। ২০ দলকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ওপর নির্ভরশীল হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নবগঠিত মুক্তিমঞ্চের কয়েকজন নেতা। অলি আহমদ নিজেও পরোক্ষভাবে বিএনপির সমালোচনায় মুখর হয়েছেন।

সোমবার (০১ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয় জাতীয় মুক্তিমঞ্চের আলোচনা সভা। গত ২৭ জুন আত্মপ্রকাশের পর মুক্তিমঞ্চের প্রথম সভা ছিল এটি। ২০ দলের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এলডিপি সভাপতি অলি আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ মূলত গত ২৭ জুন ঢাকায় সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্য পাঠ করে শোনান এবং এর ফাঁকে কিছু কথা বলেন। জাতীয় মুক্তিমঞ্চ গঠনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা জাতিকে মুক্তি দেওয়ার সংগ্রাম চট্টগ্রাম থেকে শুরু করেছি। আমরা কারও ওপর নির্ভরশীল নই। এমনকি কোনো দলের ওপরও নয়। কে আসল, কে আসল না, কে দালালি করল- সেটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশের মানুষের শান্তি আনাই হচ্ছে আমাদের লক্ষ্য। বাংলাদেশে এখন শান্তি আছে যারা চুরি করে শুধু তাদের। সাধারণ মানুষের কোনো শান্তি নেই।’

তিনি আরও বলেন, ‘কাপুরুষের মতো ঘরে বসে থাকলে শান্তি আসবে না। মাঠে নামতে হবে। তবে জাতীয় মুক্তিমঞ্চ কোনো অন্যায় করবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, কোনো বেয়াদবি করবে না। আমরা দেশের রাজনীতিতে সুবাতাস আনতে চাই।’

কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে অলি আহমদ বলেন, ‘বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের ঘোষণাকারীর স্ত্রী। মিথ্যা মামলায় সাজানো বিচারে আটক করে তাদের আর্থিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। উনার ওপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে সেটা নজিরবিহীন। আমরা উনার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এ সময় বিএনপি নেতাদের দোষারোপ করে অলি আহমদ বলেন, ‘আওয়ামী লীগ আমলে অনেক বড় বড় ইস্যু পেয়েও আন্দোলন করতে পারেনি বিএনপি। কারণ আমাদের মধ্যে অনেকে অবৈধ উপায়ে উপার্জিত টাকা-পয়সা, ধনসম্পদ রক্ষায় সরকারের সঙ্গে সমঝোতা করেছে। সরকার বিএনপির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ২০১৪ সালে সুকৌশলে দালালদের মাধ্যমে বিএনপিকে জাতীয় নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখে। বিএনপিকে মাঠেও নামতে দেয়নি।’

মুক্তিমঞ্চে যুক্ত হওয়া দলগুলো এবং বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘কারো দালালি করবেন না। দালালি করবেন শুধু দেশের ১৮ কোটি মানুষের।’

জাতীয় ঐক্যমঞ্চ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে বলেও জানান অলি আহমদ।

এদিকে সভাপতির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ২০ দলীয় জোটে মতপার্থক্যের কথা সরাসরি তুলে ধরে বলেন, ‘আমরা ২০ দলীয় জোটে ছিলাম, আছি এবং থাকব। তবে আমাদের মধ্যে মতপার্থক্য আছে। জোটের বড় শরিক বিএনপি আছে। দ্বিতীয় বড় শরিক জামায়াত কয়েকটি মিটিংয়ে আসেনি। আন্দালিব রহমান পার্থ দল নিয়ে জোট ছেড়েছেন। ইসলামী ঐক্যজোটও জোটের বৈঠকে আসে না। এরপর আছেন অলি সাহেব এবং আমার কল্যাণ পার্টি। সারাদেশের মানুষের দৃষ্টি এখন অলি আহমদের দিকে।’

বিএনপির প্রতি ক্ষোভ জানিয়ে ইব্রাহিম বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম জিয়াকে মুক্ত করা নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য শুরু হয়েছিল নির্বাচনের তিনমাস আগে। আমরা বলেছি, আন্দোলন করেন। তারা (বিএনপি) বলছে- না আন্দোলন হবে না। তিনমাস আগে যখন ঐক্যফ্রন্ট গঠিত হয়, তখন অলি সাহেব সরাসরি এবং আমি কৌশলগতভাবে সমালোচনা করেছি। কিন্তু আমাদের মূল্যায়ন হয়নি। ’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া আজ জেলখানায় আছেন। আমাদের কলিজা ফেটে যায়, আমাদের নেত্রী জেলে আছেন। কিন্তু তিনি তো অপরাজনীতির কূটচালে বন্দি। আমরা যখন বেগম জিয়া জেলে যাবার পর আন্দোলনের কথা বলেছিলাম, তখন তারা (বিএনপি) বলেছিল, এটা আইনি সমস্যা, আইনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। তাহলে এখন কেন তারা বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলনের কথা বলছেন ?’

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহছানুল হুদা, জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান, এলডিপি’র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী এলডিপি’র কেন্দ্রীয় নেতা নুরুল আলম ও ইসমাইল হোসেন বেঙ্গল, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাছ প্রমুখ।

এদিকে আলোচনা সভা শুরুর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পুলিশ অবস্থান নেয়। তবে সভা শেষে নির্বিঘ্নেই বেরিয়ে গেছেন মুক্তিমঞ্চের নেতাকর্মীরা।

সারাবাংলা/আরডি/পিটিএম

অ‌লি আহমদ জাতীয় মুক্তিমঞ্চ বিএনপি সমালোচনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর