চবির ৩ ছাত্রী লাঞ্ছিতের অভিযোগ সিএনজি চালকের বিরুদ্ধে
১ জুলাই ২০১৯ ২১:০৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক সিএসজি চালিত অটো রিকশা চালকের বিরুদ্ধে।
রোববার (৩০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার গেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।
তিনি সারাবাংলাকে বলেন, শিক্ষার্থীদের একটি ফেইসবুক গ্রুপ থেকে জানতে পারি ছাত্রীদের লাঞ্ছিত হওয়ার ঘটনাটি। এ ঘটনায় তারা মৌখিকভাবে অভিযোগ করেছে। প্রক্টোরিয়াল বডির সদস্যরা বিষয়টি নিয়ে ওই ছাত্রীর সঙ্গে আলোচনা করেছে। সিএনজি বেপরোয়াভাবে না চালাতে অনুরোধ করলে, ড্রাইভার ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। খুব শিগগিরই ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগী এক ছাত্রী সারাবাংলাকে বলেন, ‘আমরা তিন বান্ধবী পরীক্ষার পর ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় এক নাম্বার ফেরার পথে জিরো পয়েন্ট থেকে সিএনজিতে উঠি। ওঠার সঙ্গে সঙ্গে ড্রাইভার বেপরোয়াভাবে চালাতে থাকে। আমরা উনাকে আস্তে চালানোর জন্য অনুরোধ করি। কিন্তু আমাদের কথা না শুনে উল্টো আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমাদের দিকে তেড়ে আসে। আমরা চাই উনার দ্রুত বিচার হোক। যাতে করে আর কোনো মেয়েদের এমন হেনস্তার স্বীকার হতে না হয়।’
সারাবাংলা/সিসি/এমআই