Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে তিন জন


২ জুলাই ২০১৯ ০২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনী: মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী মাহমুদুল হাসান নোমাসহ ৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। নতুন সাক্ষী সোনাগাজী ফাজিল মাদ্রাসার পিয়ন নুরুল আমিন সাক্ষ্য দেবেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট শাহজাহান সাজু জানান, মঙ্গলবার (২ জুন) নাসরিন সুলতানাকে আসামী পক্ষের আইনজীবীরা জেরা করবেন।

এর আগে ২০ জুন আদালত নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল নোমান, নুসরাতের দুই সহপাঠি নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা ফুর্তিকে সাক্ষ্য গ্রহণের জন্য তলব করেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামলীগের সভাপতি ও মাদরাসার সাবেক সহসভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

বিজ্ঞাপন

নুসরাত জাহান রাফি যৌন হয়রানীর মামলার আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে অভিযুক্ত করে বুধবার অভিযোগপত্র জমা দেওয়া হবে। সোমবার দুপুরে পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীর্ক্ষাথী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান নুসরাত জাহান রাফি।

সারাবাংলা/ এআর

নুসরাত সাক্ষ্যগ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর