Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ


২ জুলাই ২০১৯ ১২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার (১ জুলাই) রাত ৩টার দিকে রায়েরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শারমিন আক্তার (১৯)। অভিযুক্ত স্বামীর নাম খোকন। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তবে এই ঘটনার পর থেকে তিনি পলাতক।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, রায়ের বাজার মেকাপখান রোডের একটি বাসায় ভাড়া থাকতেন শারমিন ও খোকন। পারিবারিক কলহের জের ধরে গত রাতে খোকন তার স্ত্রী শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ওসি আরো জানান, ঘটনার পর থেকে স্বামী খোকন পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য অভিযান চলছে।

শারমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএমএন

স্ত্রীকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

সিএমপির ৩ থানার ওসি রদবদল
৩০ জুলাই ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর