আত্মরক্ষার গুলিতেই নয়ন বন্ড নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
২ জুলাই ২০১৯ ১৪:৩২
ঢাকা: আত্মরক্ষার্থে গুলি বিনিময়ের সময় নয়ন বন্ড নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আত্মরক্ষার্থেই পুলিশের গুলি বিনিময় এবং সেই গুলিতেই বরগুনায় রিফাত হত্যা মামলার প্রধান আসামী নয়ন বন্ড নিহত হয়।’
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দিনের বেলায় রিফাতকে যে তিনজন ছেলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী তাদের পেছনে সার্বক্ষণিক লেগে ছিল। তাদের গ্রেফতারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। আমরা দুজনকে ধরেছি। আমি আগেই বলেছিলাম, আমরা সবাইকে ধরে ফেলব। তবে শেষ মুহূর্তে এই নয়ন শুধু পালিয়ে বেড়াচ্ছিল আর অবস্থান পরিবর্তন করছিল।’
মন্ত্রী বলেন, ‘তাই তার (নয়ন) সঙ্গে শেষ পর্যন্ত গুলিবিনিময় হয়েছে। তবে আমি এখনো জানিনা কি কারণে তাকে আসলেই গুলি করা হয়েছে। তবে এটা নিশ্চিত থাকেন, নিশ্চয়ই সে অস্ত্র দেখিয়েছিল, নিজেকে আড়াল করার চেষ্টা করেছিল।’
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চিন্তে থাকেন। কারা এর পেছনে ছিল। আমরা তদন্ত করে বের করব। আমরা চাই, এরকম ঘটনা যেনো আর বাংলাদেশে না ঘটে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রভাবশালী যারা জড়িত থাকবে আমরা তাদেরকেও বের করব। আপনারা দেখেছেন, কোনো প্রভাবশালীকে এমনকি আমাদের নির্বাচিত প্রতিনিধিকেও আমরা ক্ষমা করছি না। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী তার সবই করছেন।
সারাবাংলা/ইউজে/জেএএম