Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকের গায়ে কেরোসিন, ইউএসটিসির ছাত্র আটক


২ জুলাই ২০১৯ ১৬:৫০

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষককে অফিস থেকে টেনে বের করে গায়ে কেরোসিন ঢেলে লাঞ্ছিত করার ঘটনায় একজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মাহমুদুল হাসান (২২) নামে ওই যুবক ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ইউএসটিসির ক্যাম্পাস থেকে মাহমুদুল হাসানকে আটক করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

বিজ্ঞাপন

অফিস থেকে টেনে বের করে শিক্ষকের গায়ে কেরোসিন!

ওসি প্রনব সারাবাংলাকে বলেন, ‘মাহমুদুল হাসান ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী সবার সামনে স্বীকার করেছে যে, সে অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে। ইউএসটিসির ভিসিকে জানিয়েই আমরা তাকে ক্যাম্পাস থেকে আটক করে থানায় এনেছি।’

শিক্ষককে লাঞ্ছিত করার বিষয়টি পূর্বপরিকল্পিত জানিয়ে ওসি বলেন, ‘শিক্ষককে কয়েকজন ছাত্র মিলে অফিস থেকে টেনে রাস্তায় নিয়ে আসে। তারপর কেরোসিন ঢেলে দেওয়া হয়। এই কেরোসিন কোথা থেকে এলো হঠাৎ? নিশ্চয়ই পূর্বপরিকল্পনা অনুসারে তারা কেরোসিন এনেছিল। সেই কেরোসিন শিক্ষকের গায়েও দিয়েছে, আবার রাস্তায় ঢেলে টায়ারও জ্বালিয়েছে। এই পরিকল্পনার নেপথ্যে কারা, সেটা আমরা তদন্ত করে বের করব।’

শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ইউএসটিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বাদী হয়ে মামলা করছেন বলে জানিয়েছেন ওসি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষক মাসুদ মাহমুদকে লাঞ্ছিত করার পর ওই শিক্ষার্থীরাই আবার নগরীর খুলশীতে ইউএসটিসি ক্যাম্পাসের সামনে প্রায় একঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

অধ্যাপক মাসুদ মাহমুদ ইউএসটিসির ইংরেজি বিভাগের উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরের পর তিনি ইউএসটিসিতে যোগ দিয়েছেন।

ইংরেজি সাহিত্যের কোর্স কারিকুলামের অংশ হিসেবে বেশ কয়েকটি কবিতা পড়াতে গিয়ে নারী-পুরুষের জৈবিক সম্পর্ক, বিভিন্ন শারীরিক প্রক্রিয়া, পোশাক নিয়ে ক্লাসে নিয়মিত আলোচনা করেন শিক্ষক মাসুদ মাহমুদ। সেসব বিষয়কে যৌন হয়রানি হিসেবে অভিযোগ তুলে ইউএসটিসির একদল শিক্ষার্থী গত এপ্রিলে তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন।

তবে মাসুদ মাহমুদের দাবি- ইংরেজি বিভাগের দায়িত্ব নেওয়ার পর তিনি কয়েকজন শিক্ষককে চাকুরিচ্যূত করেন। এরপর তাদের ইন্ধনে শিক্ষার্থীদের একাংশ একের পর এক অভিযোগ তুলতে থাকেন।

সারাবাংলা/আরডি/এমআই

ইউএসটিসি চট্টগ্রাম ছাত্র আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর