রাশিয়ার নৌযানে আগুন লেগে ১৪ নাবিকের মৃত্যু
২ জুলাই ২০১৯ ২১:১১
রাশিয়ার নৌবাহিনীর একটি গবেষণা যানে আগুন লেগে ১৪ নাবিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১ জুলাই) এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম জানায়। বিবিসি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগুন লাগার পর ধোঁয়ার কারণে নাবিকদের মৃত্যু হয়। এটি মারমানাস্ক অঞ্চলের সেভেরমস্কে নিয়োজিত ছিল। নর্দার্ন ফ্লিটের অন্তর্ভুক ছিল ওই নৌযানটি।
প্রক্রিয়াগত দিক থেকে আগুন লাগা সাবমারসিবল নৌযানটি সাবমেরিনের মতো হলেও এটি স্বয়ংসম্পূর্ণ নয়। সমুদ্রে চলতে সাবমারসিবলের প্রয়োজন হয় সমুদ্রে ভাসমান জাহাজের।
এর আগে ২০০০ সালে কুর্স্ক সাবমেরিন বিস্ফোরণে রাশিয়ার ১১৮ নাবিকের মৃত্যু হয়।
সারাবাংলা/এনএইচ