Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে স্টোভ বিস্ফোরণে দগ্ধ ২ ছাত্রীর মৃত্যু


৩ জুলাই ২০১৯ ১২:৫৬

ঢাকা: নাটোর শহরের বড়গাছা এলাকার একটি ছাত্রীনিবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে দগ্ধ নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির দুই ছাত্রী মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুলাই) মধ্যরাতে এবং অপরজন ভোরে মারা যান।

মঙ্গলবার মধ্যরাতে মারা যাওয়া শামিমা খাতুন (১৯) নাটোরের গুরুদাসপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের সোহরাব মন্ডলের মেয়ে এবং ভোরে মৃত্যুবরণকারী সানজিদা আক্তার (১৮) নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার শাহাবুদ্দিনের মেয়ে। উভয়ই নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামসুজ্জামান জানান, গত ২৭ জুন শহরের বড়গাছা এলাকার ব্যক্তি মালিকানাধীন জ্যোতি ছাত্রীনিবাসে রান্না করার সময় কোরোসিনের স্টোভ বিস্ফোরণে কলেজের শিক্ষার্থী শামিমা, সানজিদা ও ফাতেমা নামে দগ্ধ হন। এতে শামীমা ও সানজিদার শরীরের ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সানজিদা আক্তার এবং শামিমা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন থাকার পর মঙ্গলবার মধ্যরাতে একজন ও ভোরে একজন মারা যান। সূত্র: বাসস।

সারাবাংলা/পিটিএম

নাটোর স্টোভ বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর