Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত


৩ জুলাই ২০১৯ ১৫:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সলিম উল্লাহ (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় অস্ত্র এবং ইয়াবাও উদ্ধার করা হয়।

বুধবার (৩ জুলাই) ভোররাতে উপজেলার উত্তর শীলখালী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত সলিম উল্লাহ চাঞ্চল্যকর দুই লাখ ইয়াবা মামলার প্রধান আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার ভোররাতে তাকে গ্রেফতারে অভিযানে গেলে র‍্যাবকে লক্ষ্য করে গুলি চালায় তার সহযোগীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবাসহ তার মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর