Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১


৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদরের বন্যা ঝিড়ি এলাকার ৪২-৪৩ নম্বর পিলারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম বদিউর রহমান। তার বাবার নাম জাকির হোসেন। তিনি নাইক্ষ্যংছড়ি সদরের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

নাইক্ষ্যংছড়ির সদর থানার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বদিউর রহমান ওই এলাকায় বেড়াতে গেলে হঠাৎ করে মাইন বিষ্ফোরণ হয়। এসময় তার দুটি পা উড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করে।

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর