Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা, সিলগালা


৩ জুলাই ২০১৯ ১৬:৪৫

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মডার্ন হারবাল কারখানায় মানহীন ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে মান নিয়ন্ত্রণ করার অভিযোগে ৭৫ লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩ জুলাই) দুপুর থেকে যাত্রাবাড়ী এলাকায় শুরু হয় র‌্যাবের ভেজালবিরোধী অভিযান। এই অভিযানে মডার্ন হারবাল নামের একটি প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। র‌্যাব-১০ এর সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, ওষুধ প্রশাসনের অনুমোদন নিয়েও মান নিয়ন্ত্রণ ছাড়াই ওষুধ তৈরির অভিযোগে মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।

অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএইচ/জেএএম

টপ নিউজ মডার্ন হারবাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর