Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুত্রাপুরে বিদ্যুৎস্পষ্টে একজনের মৃত্যু


৩ জুলাই ২০১৯ ১৬:৫৮

ঢাকা: রাজধানীর সুত্রাপুরে বই বাঁধাই কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ফাহিম মিয়া (১৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ফাহিম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে পৌনে ২ টার দিকে মৃত ঘোষণা করেন।

ফাহিম সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার চরসেলিমাবাদ গ্রামের আ. কুদ্দুসের ছেলে। সে সুত্রাপুর ভাট্টিখানা এলাকায় থাকতো।

ফাহিমকে হাসপাতালে নিয়ে আসা মো. হাবিব জানান, বাংলাবাজার হাবিব বুকস বান্ডিল এর মালিক মো. হাবিব মিয়া। তার কারখানাতেই কাজ করতো ফাহিম মিয়া। দুপুরে কাজ করার সময় মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সুত্রাপুর