নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে ৫০ জনের মৃত্যু
৩ জুলাই ২০১৯ ১৮:১২
নাইজেরিয়ার বেনু রাজ্যের আহুম্বে এলাকায় অতিরিক্ত তেল বোঝাই একটি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। সোমবার (১ জুলাই) স্থানীয় সময় বিকেলে ঘটা এই বিস্ফোরণে ৫০ জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার রোড সেফটি কমিশনের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
ধারণ ক্ষমতার অতিরিক্ত তেল বোঝাই একটি ট্যাংকার ক্ষতিগ্রস্থ রাস্তায় উল্টে যায়। তারপর স্থানীয়রা সেই ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে গেলে বিস্ফোরণ ঘটে। ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেলের কারণে আশেপাশের অনেক দোকানেই আগুন লেগে যায়।এ দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয় এবং আহত হন ১০১ জন।
তবে বেনু রাজ্যের সরকারি মুখপাত্র সিএনএনকে জানান, আহত অনেকের অবস্থায় সংকটাপণ্ন। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
যদিও উৎপাদিত তেল সড়কপথে পরিবহন করার কারণে নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণ নিয়মিতই ঘটনা।
সারাবাংলা/একেএম